রুবি একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যা ১৯৯০ এর দিকে জাপানে Yukihiro Matsumoto নামের একজন কম্পিউটার বিজ্ঞানী এটিকে ডিজাইন করেন । রুবি খুবই সহজ এবং খুব শক্তিশালী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ । রুবি কে বলা হয় "A PROGRAMMER'S BEST FRIEND" । কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ।
আপনি যদি এরই মধ্যে যে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেনে থাকেন তবে এই কোর্স আপনার জন্য অনেক সহজ হবে কিন্তু আমাদের এই কোর্সে রুবি সম্পর্কে আমারা এমন ভাবে আলোচনা করার চেষ্টা করবো যেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে না ধারনা থাকলেও যেন আপনি রুবি দিয়ে প্রোগ্রামিং শিখতে পারেন।